Art and Craft School

Sunday, July 15, 2018

অংকন, ছবি আঁকা ও চিত্রশিল্প কাকে বলে? চিত্রকর আর  চিত্রশিল্পীর মধ্যে পার্থক্য কি?

অংকন কাকে বলে?
 ছবি আঁকা কাকে বলে?
চিত্র শিল্প কাকে বলে?
 চিত্রকর আর  চিত্রশিল্পীর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ কোন বস্তুর আকার আকৃতি গড়নকে রেখার সাহায্যে রূপ দেওয়া হলো অঙ্কন বা ড্রইং। যেমন- ঘর চেয়ার, টেবিল, পাখি, পশু, মানুষ বা প্রকৃতির রেখায়িত রূপদানই হলো অঙ্কন।
                 আর ছবি হলো রেখা, রঙ, আলো, ছায়া সমন্বয়ে বাস্তবের পটভূমিকায় পরিপ্রেক্ষিতে গ্রহণযোগ্য রূপায়ন দৃশ্যমান জগতের বিষয় ভিত্তিক বিন্যাস।
                 কিন্তু অংকন বা ছবি হলেই তাকে চিত্রশিল্প বলা যাবেনা চিত্রশিল্পের মধ্য শিল্পের মনের বা ভাব, প্রচ্ছন্ন কিছু বক্তব্য বা ইঙ্গিত লুকিয়ে থাকে। বাস্তবের দৃশ্যের পেছনে অন্য কিছু যেন শিল্পী বলতে চায় যা দর্শককে ভাবায় তাকে জীবন ও জগৎ সম্পর্কে নতুন কৌতুকহল সৃষ্টি করায়।
               এখানে চিত্রকর ও চিত্রশিল্পীর মধ্যে পার্থক্য হুবহু অনুকরণ করেন তিনি নির্দিষ্ট মানুষের নিখুঁত করে আঁকতে পারেন প্রকৃতির রূপকেও তাঁর নিখুঁত তুলির ফটোগ্রাফের পর্যায়ে উন্নতী করেন তাই বলে তিনি চিত্রশিল্পী বা আর্টিস্ট নন কারণ তার কোনো তৃতীয় চক্ষু নেই।নির্দিষ্ট মানুষকে আঁকতে গিয়ে যে শিল্পী সেই মানুষের মনের ভাব চারিত্রিক বৈশিষ্ট্য ও গুনকে ছবিতে ফুটিয়ে তুলতে পারেন এই পারিদৃশমান জগতের বস্তু ও প্রকৃতির ছবির অন্তরালে কোন বক্তব্য বা চেতনার আড়লোন আনতে পারেন আনতে পারেন। তিনিই শিল্পী এবং সেই ছবিই চিত্রশিল্প। চিত্রকর হলেন দ্রষ্টা আর শিল্পী হলেন স্রষ্টা।