![]() |
কোলাজ চিত্র |
কোলাজ: রং তুলে ছাড়াও যে ছবি সৃষ্টি করা যায় কোলাজ পদ্ধতি তার প্রকৃষ্ট উদাহরণ। কিউবিজম শিল্প আন্দোলনের শেষ পর্যায় এই কোলাজ পদ্ধতি উদ্ভব হয়। পিকাসোও কোলাজ পদ্ধতিতে কিছু ছবি করেছিলেন। কেউ কেউ পিকাসোকে কোলাজ পদ্ধতিতে উদ্ভাবক বলেন।
ক্যানভাসে বা কাগজের বোর্ডে রঙিন কাগজ, কাপড়ের টুকরো ছেঁড়া চট, সিগারেট প্যাকেট, নারকেলের ছোবড়া, খালি দেশলাইয়ের প্যাকেট বা দেশলাই কাঠি, গাছের ছাল ও পাতা, তুলো ইত্যাদি সাইজ মত ছিঁড়ে নিয়ে কেটে আঠা দিয়ে সাঁটা হয় এবং তা দিয়ে ভিন্ন ভিন্ন রূপাকৃতি দৃশ্য সৃষ্টি করা হয়।
যদিও কোলাজ পদ্ধতি চিত্রশিল্পের প্রথাগত ধ্যান ধারনা বিপরীতমুখী স্রোত, তবুও একে ফাইন আর্টস এর অন্তর্ভুক্ত করা হয়। ছোট শিশু শিল্পীদের যদি এই পদ্ধতিদেখিয়ে দেওয়া হয় তাহলে তারা সহজেই বহুরূপ ও দৃশ্যের সৃষ্টি করতে পারে এবং তাদের বুদ্ধির বিকাশ ঘটতে পারে। আজকাল কোলাজ পদ্ধতিতে ছবি করে তার ফটো তুলে পরে ব্লক করে বিজ্ঞাপনের কাজে বা বইয়ের প্রচ্ছদ হিসাবে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে।
ক্যানভাসে বা কাগজের বোর্ডে রঙিন কাগজ, কাপড়ের টুকরো ছেঁড়া চট, সিগারেট প্যাকেট, নারকেলের ছোবড়া, খালি দেশলাইয়ের প্যাকেট বা দেশলাই কাঠি, গাছের ছাল ও পাতা, তুলো ইত্যাদি সাইজ মত ছিঁড়ে নিয়ে কেটে আঠা দিয়ে সাঁটা হয় এবং তা দিয়ে ভিন্ন ভিন্ন রূপাকৃতি দৃশ্য সৃষ্টি করা হয়।
যদিও কোলাজ পদ্ধতি চিত্রশিল্পের প্রথাগত ধ্যান ধারনা বিপরীতমুখী স্রোত, তবুও একে ফাইন আর্টস এর অন্তর্ভুক্ত করা হয়। ছোট শিশু শিল্পীদের যদি এই পদ্ধতিদেখিয়ে দেওয়া হয় তাহলে তারা সহজেই বহুরূপ ও দৃশ্যের সৃষ্টি করতে পারে এবং তাদের বুদ্ধির বিকাশ ঘটতে পারে। আজকাল কোলাজ পদ্ধতিতে ছবি করে তার ফটো তুলে পরে ব্লক করে বিজ্ঞাপনের কাজে বা বইয়ের প্রচ্ছদ হিসাবে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে।