অতিমারী
স্বপ্নের ওই আলাপনে
প্রতিশ্রুতির বন্যা বহে।
রাজনীতির ওই কারসাজিতে
রঙের খেলায় জগৎ মাতে।।
আসছে তেড়ে ওই যে ব্যাধি
ঘুম ছুটেছে রাজ্যবাসীর।
দেশ বিদেশের লকডাউনে
সর্বহারা পরিযায়ী আসে।।
ধর্মের ওই চশমা পরে
বিভেদ ধরায় ঘরে ঘরে।
শয়ে শয়ে মন্দির মসজিদ গড়ে
হাসপাতালে মানুষ মরে।।
কোরোনার ওই দাবানলে
জ্বলছে চিতা সারে সারে।
স্বজনহারা আর্তনাদে
চোখের পানি শুধুই ঝরে।।
সরকারের ওই কর্মসূচি
লাশ নিয়েও কারচুপি।
অক্সিজেন আজ দিচ্ছে পাড়ি
দিন দুপুরেও কালোবাজারি।।
প্রকৃতির ওই অভিশাপে
আতঙ্কের মধ্যে দিন যে কাটে।
মনুষ্যত্বহীন জীব গুলো সব
সিংহাসনে লালসায় থাকে।।
লেখা - সাবির আহাম্মেদ